1. domhostregbd@gmail.com : devteam :

January 17, 2025, 1:40 pm

‘রোদ্র ডাকছে তোমায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

‘রোদ্র ডাকছে তোমায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

কবি আব্দুল্লাহ্ কায়েস রচিত ‘রোদ্র ডাকছে তোমায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

শিক্ষাবিদ ও গবেষক ড. সন্দীপক মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার।

অতিথি ছিলেন কবি ড. শামীম আহসান, কবি ইসমত শিল্পী ও বাংলা একাডেমির উপপরিচালক গল্পকার ইমরুল ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে কৃষ্টিবন্ধন, কবিতার রাজধানী শাহবাগ, স্বনন ঢাকা, কাব্যপুরানসহ কিছু সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন দিল আফরোজ মিতা।

বক্তারা কাব্যগ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বইটির সার্বিক সফলতা কামনা করেন। এ ছাড়া কবিরা স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কবি মাকিদ হায়দার তার বক্তব্যে অনুজ কবিদের কবিতা সংক্রান্ত মূল্যবান দিকনির্দেশনা দেন। ড. সন্দীপক মল্লিক তার সমাপনী বক্তব্যে সবার মাঝে রোদ্রের জীবনীশক্তি ও সম্ভাবনার অপার বিচ্ছুরণ ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 duibangla.com
Developed by duibangla.com Team