1. domhostregbd@gmail.com : devteam :

January 17, 2025, 2:10 pm

২৬ মাস বাদে ফের শুরু ঢাকা-কলকাতা বাস পরিষেবা

২৬ মাস বাদে ফের শুরু ঢাকা-কলকাতা বাস পরিষেবা

করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ শুরু হতেই ভারত-বাংলাদেশের (Indo-Bangladesh) মধ্যে দুটি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৬ মাস বাদে ফের দুই দেশের মধ্যে বাস চলাচল শুরু হল। শুক্রবার সকালে ঢাকা থেকে কলকাতা (Dhaka To Kolkata) এবং ঢাকা থেকে আগরতলার (Dhaka to Agartala) উদ্দেশে দুটি বাস ছেড়েছে। কলকাতা ও আগরতলা থেকেও ঢাকার উদ্দেশে দুটি বাস যাত্রী নিয়ে রওনা হয়েছে বলে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের (Indian High Commission) পক্ষ থেকে জানানো হয়েছে। ফের বাস পরিষেবা শুরু হওয়ায় দুই দেশের মধ্যে স্থলপথে যাতায়াতকারী পাসপোর্টধারীদের অনেকটাই সুবিধা হবে।

গত ২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হতেই লকডাউনের পথে হেঁটেছিল ভারত ও বাংলাদেশ। আর তার ফলে দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের পাশাপাশি আন্তঃদেশীয় বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। মারণ ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গত মাসের শেষ সপ্তাহ থেকে ফের ঢাকা-কলকাতা (Dhaka-Kolkata) ও খুলনা-কলকাতার (Khulna-Kolkata) মধ্যে ট্রেন পরিষেবা (Train Service) চালু করা হয়। আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা চালুর পরেই দুই দেশের মধ্যে বাস পরিষেবা ফের চালুর দাবি উঠেছিল। সেই দাবি মেনে ২৬ মাস বাদে এদিন সকালে দুই দেশের মধ্যে পুনরায় বাস পরিষেবা শুরু হয়েছে।

এদিন সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে ফের দুই দেশের মধ্যে বাস পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির (BRTC) চেয়ারম্যান তাজুল ইসলাম (Tajul Islam)। বাস পরিষেবা চালু হওয়ায় দুই দেশেই পর্যটক সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, দুই দেশের শীর্ষ মহল থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল (Dowki-Tamabil) চেকপোস্ট দিয়েও বাস পরিষেবা শুরু করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 duibangla.com
Developed by duibangla.com Team